১২:০২ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ, তফসিল ঘোষণা আসছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে

শাহারুল ইসলাম
  • Update Time : ০১:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ১৮ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

ইসি সূত্র জানায়, আগামী রোববার (৭ ডিসেম্বর) তফসিল নির্ধারণ বিষয়ে কমিশনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্তকে ভিত্তি করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে, আর জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে।

একজন নির্বাচন কমিশনার বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে চূড়ান্ত অনুমোদন নেওয়া হয়। ১০ ডিসেম্বর সেই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে এবং এর দুয়েক দিনের মধ্যেই তফসিল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, রোববারের বৈঠকে তফসিলের সময়সূচি নির্ধারণ করা হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই যে কোনো দিন তফসিল ঘোষণা করবে ইসি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ, তফসিল ঘোষণা আসছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে

Update Time : ০১:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

ইসি সূত্র জানায়, আগামী রোববার (৭ ডিসেম্বর) তফসিল নির্ধারণ বিষয়ে কমিশনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্তকে ভিত্তি করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে, আর জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে।

একজন নির্বাচন কমিশনার বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে চূড়ান্ত অনুমোদন নেওয়া হয়। ১০ ডিসেম্বর সেই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে এবং এর দুয়েক দিনের মধ্যেই তফসিল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, রোববারের বৈঠকে তফসিলের সময়সূচি নির্ধারণ করা হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই যে কোনো দিন তফসিল ঘোষণা করবে ইসি।