ফজলুর রহমান ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় পাঁচবিবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

- Update Time : ১২:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ৩৭৭ Time View
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকুরগাছিতে বিএনপির আয়োজনে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুলাই শহীদদের স্মরণ এবং তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সদস্য মঞ্জুর মোরশেদ চৌধুরীর প্রয়াত পিতা ফজলুর রহমানের রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুর মোরশেদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন:
-
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন
-
যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও আব্দুল ওয়াহাব
-
মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জহরুল আলম তরফদার রুকু
-
পাঁচবিবি বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সেক্রেটারি হান্নান চৌধুরী
-
পৌর বিএনপির সভাপতি হেলাল মন্ডল
-
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল
-
ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ
বক্তারা ২৪ জুলাইয়ের শহীদদের স্মরণ করে বলেন, “স্বৈরশাসকের নির্দেশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যে দিন অসংখ্য ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছিল, তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি।” তারা বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের শপথ নেন এবং শহীদদের যথাযথ মূল্যায়নের দাবি তোলেন।
অনুষ্ঠানের শেষে মরহুম ফজলুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তবারক বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।