১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

গণতন্ত্র উত্তরণে মহাজাগরণ: প্রকৃত সাংবাদিকদের অধিকার রক্ষার দাবি

মাহমুদুল হাসান সুজন
  • Update Time : ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ২৪৮ Time View

আজ সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)-এর আয়োজিত “গণতন্ত্র উত্তরণে মহাজাগরণ” শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রকৃত সাংবাদিকদের অধিকার রক্ষার আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, সুজন-সুশাসনের জন্য নাগরিকের পল্টন থানা প্রচার সম্পাদক ও মানবাধিকার কর্মী শাহারুল ইসলাম রকি বলেন, “আমি ইসলামিক টিভিতে কর্মরত ছিলাম, কিন্তু ২০১৩ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চ্যানেল বন্ধ করে আমার রুজিক কেড়ে নেয়। আজও তাদের দোসররা মিডিয়া দখল করে রেখেছে। অপসাংবাদিকদের অপসারণ করে প্রকৃত বেকার সাংবাদিকদের চাকরির ব্যবস্থা করতে হবে” ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, এবং জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আহমেদ ইসহাক। তারা গণতন্ত্র ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ সংগ্রামের গুরুত্ব তুলে ধরেন।

জেবস-এর সভাপতি মো. রিয়াজুর রহমান রিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন দরবেশের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে সচিবালয় বিটের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। নেতৃবৃন্দ বলেন, “ফ্যাসিবাদের দোসররা নতুন মুখোশে বিভ্রান্তি ছড়ালেও তাদের ষড়যন্ত্র রুখতে সংগঠিত থাকতে হবে” ।

এই আলোচনায় অংশগ্রহণকারীরা সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে জোরালো অবস্থান নেন এবং সাংবাদিকতার স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

গণতন্ত্র উত্তরণে মহাজাগরণ: প্রকৃত সাংবাদিকদের অধিকার রক্ষার দাবি

Update Time : ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

আজ সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)-এর আয়োজিত “গণতন্ত্র উত্তরণে মহাজাগরণ” শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রকৃত সাংবাদিকদের অধিকার রক্ষার আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, সুজন-সুশাসনের জন্য নাগরিকের পল্টন থানা প্রচার সম্পাদক ও মানবাধিকার কর্মী শাহারুল ইসলাম রকি বলেন, “আমি ইসলামিক টিভিতে কর্মরত ছিলাম, কিন্তু ২০১৩ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চ্যানেল বন্ধ করে আমার রুজিক কেড়ে নেয়। আজও তাদের দোসররা মিডিয়া দখল করে রেখেছে। অপসাংবাদিকদের অপসারণ করে প্রকৃত বেকার সাংবাদিকদের চাকরির ব্যবস্থা করতে হবে” ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, এবং জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আহমেদ ইসহাক। তারা গণতন্ত্র ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ সংগ্রামের গুরুত্ব তুলে ধরেন।

জেবস-এর সভাপতি মো. রিয়াজুর রহমান রিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন দরবেশের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে সচিবালয় বিটের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। নেতৃবৃন্দ বলেন, “ফ্যাসিবাদের দোসররা নতুন মুখোশে বিভ্রান্তি ছড়ালেও তাদের ষড়যন্ত্র রুখতে সংগঠিত থাকতে হবে” ।

এই আলোচনায় অংশগ্রহণকারীরা সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে জোরালো অবস্থান নেন এবং সাংবাদিকতার স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।