‘আওয়ামী লীগের লকডাউন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই’ নাসীরুদ্দীন পাটওয়ারী
- Update Time : ০১:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১১৪ Time View
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আগামীকাল (১৩ নভেম্বর) ‘লকডাউন’ নিয়ে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স—স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথমঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, “আগামীকাল সব দল মাঠে থাকবে। আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। তাদের এখন রাজনৈতিক মৃত্যু হয়েছে, কেবল দুর্গন্ধ ছড়াচ্ছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবি আমরা উত্থাপন করেছি। জামায়াতসহ ৮ দলকে বলছি, আপনারা এই দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। গণভোট বাংলাদেশে হতেই হবে। বিএনপি শত বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না, কারণ দেশের বড় অংশ এটি চায়।”
বিএনপির নেতৃত্ব প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “খালেদা জিয়া জনগণের পালস বুঝেছিলেন বলেই বিএনপি আজ দেশের অন্যতম বড় দল। কিন্তু বর্তমান নেতৃত্ব সেই জনগণের স্পন্দন ধরতে পারছে না, ফলে তারা নিজের পায়ে নিজেই কুঠারাঘাত করছে।”
অন্তর্বর্তী সরকারকে জনবিচ্ছিন্ন বলে মন্তব্য করে তিনি আরও বলেন, “গত এক বছরে যে সব মানুষ নিজেদের অধিকার নিয়ে সরকারের কাছে এসেছে, তাদের কারও দাবিই পূরণ হয়নি। প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়নে ব্যর্থ হওয়া সরকারের জন্য লজ্জাজনক।”













