ফ্যাসিবাদ বিরোধী মজলুম সাংবাদিক ফোরাম এর জাতীয় প্রেসক্লাবে শনিবারের সভায় এর প্রস্তাবনা:

- Update Time : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ৩৫৭ Time View
বাসস কে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য এমডিকে অপসারণের দাবি, তিন সদস্য বিশিষ্ট ফ্যাসিবাদ বিরোধী আনন্দোলনে মজলুম হয় সাংবাদিকদের তালিকা তৈরির প্রস্তাব। বন্ধ মিডিয়া খুলে দেওয়া,ফ্যাসিবাদ আক্রোমনে স্বীকার গণমাধ্যমের ক্ষতিপুরণ সহ সাংবাদিক সমাজের অধিকার নিশ্চিত অন্তর্বতীকালীন সরকারের প্রতি দাবী জানায়। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন, শাহরুল ইসলাম রকি, শেখ তাজুল ইসলাম, রাজু আহাম্মেদ, মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী, আলম চৌধুরী, আব্দুল মতিন সরদার। সভায় বক্তরা অন্তর্বতীকালীন সরকারের প্রতি আহবান জানায় ফ্যাসিবাদ বিরোধী সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত ১৭/১৮ বছর হত্যা হয়েছে, আহত হয়েছে তাদের জাতীয় বীর ও রাষ্টীয় সহযোগীতা আর সম্পূর্ণ বিনামূল্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বক্তরা বলেন ফ্যাসিবাদের অনুসারীদের গনতন্ত্রীক লেবাস পরান আপত্তি করলে কেউ শুনবে না! তবে ফ্যাসিবাদের আক্রোশে নিহত ও আহতদের জাতীয় বীর আর রাষ্টীয় সার্বিক সহযোগীতা করতে হবে। তারা বলেন বিজ্ঞাপনের সর্বচ্চো রেট পায় অথচ হকারের কাছে পাওয়া যায় না? আবার সাংবাদিকদের বিজ্ঞাপনের রেট অনুযায়ী বেতন দেয় না? এই সমস্ত পত্রিকার বিরুদ্ধে সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক সংগঠন গুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। চ্যানেল ওয়ান, সিএসবি, দিগন্ত টিভি, ইসলামীক টিভি সহ সকল ফ্যাসিষ্ট শাসক কতৃক গণমাধ্যমের বাতিল আদেশ প্রত্যাহার করতে হবে। দেশের সকল প্রেসক্লাবে ফ্যাসিবাদ বিরুদ্ধী সাংবাদিকদের সদস্য করা। বেকার সাংবাদিকদের কর্মসংস্থান নিশ্চিত করা। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে ফ্যাসিবাদের সাথে সম্পূকত ব্যবস্থাপনা সম্পাদক(এমডি) অবিলম্বে অব্যাহতি দিতে হবে। ৪আগষ্ট ২৪ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও সাংবাদিকদের উপর গুলিবর্ষণে পর জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্যাসিষ্টকে অভিনন্দন জানাতে অবস্থান করে তাদের ছবি দেখে বিচার করতে হবে। আগামী সভায় তালিকা উপস্থাপনের জন্যে তিন সদস্যে বিশিষ্ট কমিটির প্রতি অনুরোধ করা হয়।