০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের গোলটেবিল বৈঠকে সাধারণ সম্পাদকের বক্তব্য

আক্তারুজ্জামান
  • Update Time : ১১:৪৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ২৬৮ Time View

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) আয়োজিত “গণতন্ত্র উত্তরণে মহাজাগরণ” শীর্ষক গোলটেবিল বৈঠকে সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন দরবেশ ঐতিহাসিক সংগ্রাম ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিকতার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

দরবেশ বলেন, “দীর্ঘ সতের বছর আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি। জুলাই গণ-অভ্যুত্থানের পর আমরা উপলব্ধি করেছি, সচিবালয়ই দেশ পরিচালনা করে, সচিবালয়ই নেতৃত্ব দেয়। কিন্তু এই সচিবালয় দীর্ঘ পনের বছর ধরে সৈরাচারের দোসর সাংবাদিকরা আওয়ামী লীগকে সমর্থন দিয়ে আসছিল। পটপরিবর্তনের পর আমরা এটা অনুধাবন করে এই সংগঠন গড়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন, সচিবালয়ের অভ্যন্তরে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা যেন কোনোভাবেই সফল না হয়, সে জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জেবসের পুনর্গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি মো. রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ। সংগঠনটি সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

এই গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন জেবসের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের গোলটেবিল বৈঠকে সাধারণ সম্পাদকের বক্তব্য

Update Time : ১১:৪৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) আয়োজিত “গণতন্ত্র উত্তরণে মহাজাগরণ” শীর্ষক গোলটেবিল বৈঠকে সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন দরবেশ ঐতিহাসিক সংগ্রাম ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিকতার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

দরবেশ বলেন, “দীর্ঘ সতের বছর আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি। জুলাই গণ-অভ্যুত্থানের পর আমরা উপলব্ধি করেছি, সচিবালয়ই দেশ পরিচালনা করে, সচিবালয়ই নেতৃত্ব দেয়। কিন্তু এই সচিবালয় দীর্ঘ পনের বছর ধরে সৈরাচারের দোসর সাংবাদিকরা আওয়ামী লীগকে সমর্থন দিয়ে আসছিল। পটপরিবর্তনের পর আমরা এটা অনুধাবন করে এই সংগঠন গড়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন, সচিবালয়ের অভ্যন্তরে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা যেন কোনোভাবেই সফল না হয়, সে জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জেবসের পুনর্গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি মো. রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ। সংগঠনটি সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

এই গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন জেবসের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।