রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় কৌশল প্রণয়ন জরুরি: FSDS–CRRIC গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞদের মত
- Update Time : ০৪:১৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ১২৮ Time View
ঢাকায় ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (FSDS) ও কনফ্লিক্ট অ্যান্ড রেজিলিয়েন্স রিসার্চ ইনস্টিটিউট (CRRIC) যৌথভাবে “শান্তি রক্ষা, সীমান্ত সুরক্ষিত করা: রোহিঙ্গা সংকটে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী চ্যালেঞ্জ” শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি ছিলেন।
বৈঠকে রোহিঙ্গা সংকটকে জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং কূটনৈতিক অগ্রাধিকার তিন ক্ষেত্রেই বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়। বক্তারা কক্সবাজার ক্যাম্পে মানবিক চাপ, অপরাধ, পাচার নেটওয়ার্ক ও চরমপন্থার ঝুঁকি বৃদ্ধি এবং দাতাদের ক্লান্তির বিষয় তুলে ধরে একটি সমন্বিত “জাতীয় রোহিঙ্গা কৌশল” প্রণয়নের জোর দাবি জানান।

সভায় ১২ দফা সুপারিশ উপস্থাপনের পাশাপাশি বক্তারা প্রত্যাবাসনকেই একমাত্র টেকসই সমাধান হিসেবে উল্লেখ করেন। রাখাইন পুনর্গঠন পরিকল্পনা, আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে নতুন কূটনৈতিক প্ল্যাটফর্ম, বিশেষ দূত নিয়োগ, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ইউনিট গঠন এবং ট্র্যাক ১.৫ কূটনীতির প্রয়োজনীয়তাও আলোচনায় উঠে আসে।
সমাপ্তি বক্তব্যে FSDS মহাসচিব ডঃ ইশরাফ হোসেন বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে অবিলম্বে একটি ঐক্যবদ্ধ, বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদী জাতীয় নীতি কাঠামো গ্রহণ করতে হবে; বিচ্ছিন্ন উদ্যোগে কোনও অগ্রগতি সম্ভব নয়।















