০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম সমিতি ভবনে সন্ত্রাসী হামলা ও লুণ্ঠন: কার্যকর প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জীবন সদস্যদের

শাহারুল ইসলাম রকি
  • Update Time : ১০:৫৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ৬৫ Time View

চট্টগ্রাম সমিতি–ঢাকা, শত বছরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক ও সমাজসেবামূলক এই প্রতিষ্ঠানের ভবনে বহিরাগত সন্ত্রাসীদের আকস্মিক হামলা ও অর্থ লুণ্ঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির জীবন সদস্যরা কঠোর নিন্দা জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

জানা যায়, গতকাল ৭ ডিসেম্বর ২০২৫ (রবিবার) সকাল ১১টা ৪৫ মিনিটে অফিস চলাকালীন সময়ে নাছির উদ্দীন মিজান, মো. মামুন হোসেন, শাহাজাহান মন্টু, মুবিনুল ইসলাম, মীর দোস্ত মোহাম্মদ খান, এম এ হাশেম রাজু ও মোহাম্মদ নাছির উদ্দিনের নেতৃত্বে ৪০-৫০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী সমিতির ভবনে প্রবেশ করে কর্মচারীদের জিম্মি করে ব্যাপক ভাঙচুর চালায়। তারা কর্মকর্তা–কর্মচারীদের মোবাইল ফোন, মানিব্যাগসহ বিভিন্ন সম্পদ লুটে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে কমিটির কর্মকর্তারা ভবনে উপস্থিত হলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় তাদের দু’জনকে আটক করা হয়। হামলার ফলে সমিতির ভাড়াটিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্বাভাবিক কাজের পরিবেশ ব্যাহত হয়েছে।

জীবন সদস্যদের দাবি এ ধরনের হামলা, চাঁদাবাজি ও দখল চেষ্টার মাধ্যমে চট্টগ্রাম সমিতির গঠনতান্ত্রিক কাঠামো, মর্যাদা ও কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা স্পষ্টভাবে জানান, ব্যক্তিস্বার্থে চাঁদাবাজি ও বেআইনি কার্যক্রম কোনভাবেই মেনে নেওয়া হবে না।

জীবন সদস্যরা প্রশাসনের প্রতি অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং চট্টগ্রাম সমিতির ভবন ও কার্যক্রম সুরক্ষার আহ্বান জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চট্টগ্রাম সমিতি ভবনে সন্ত্রাসী হামলা ও লুণ্ঠন: কার্যকর প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জীবন সদস্যদের

Update Time : ১০:৫৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম সমিতি–ঢাকা, শত বছরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক ও সমাজসেবামূলক এই প্রতিষ্ঠানের ভবনে বহিরাগত সন্ত্রাসীদের আকস্মিক হামলা ও অর্থ লুণ্ঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির জীবন সদস্যরা কঠোর নিন্দা জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

জানা যায়, গতকাল ৭ ডিসেম্বর ২০২৫ (রবিবার) সকাল ১১টা ৪৫ মিনিটে অফিস চলাকালীন সময়ে নাছির উদ্দীন মিজান, মো. মামুন হোসেন, শাহাজাহান মন্টু, মুবিনুল ইসলাম, মীর দোস্ত মোহাম্মদ খান, এম এ হাশেম রাজু ও মোহাম্মদ নাছির উদ্দিনের নেতৃত্বে ৪০-৫০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী সমিতির ভবনে প্রবেশ করে কর্মচারীদের জিম্মি করে ব্যাপক ভাঙচুর চালায়। তারা কর্মকর্তা–কর্মচারীদের মোবাইল ফোন, মানিব্যাগসহ বিভিন্ন সম্পদ লুটে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে কমিটির কর্মকর্তারা ভবনে উপস্থিত হলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় তাদের দু’জনকে আটক করা হয়। হামলার ফলে সমিতির ভাড়াটিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্বাভাবিক কাজের পরিবেশ ব্যাহত হয়েছে।

জীবন সদস্যদের দাবি এ ধরনের হামলা, চাঁদাবাজি ও দখল চেষ্টার মাধ্যমে চট্টগ্রাম সমিতির গঠনতান্ত্রিক কাঠামো, মর্যাদা ও কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা স্পষ্টভাবে জানান, ব্যক্তিস্বার্থে চাঁদাবাজি ও বেআইনি কার্যক্রম কোনভাবেই মেনে নেওয়া হবে না।

জীবন সদস্যরা প্রশাসনের প্রতি অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং চট্টগ্রাম সমিতির ভবন ও কার্যক্রম সুরক্ষার আহ্বান জানিয়েছেন।